Uncategorized

ত্বকের জন্য রোদও প্রয়োজন …!!!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের অধ্যাপক হরষিত কুমার পাল জানান, আমাদের দেশের জন্য অন্তত সান প্রটেকশন ফ্যাক্টর (এসপিএফ) ৩০ প্রয়োজন। সানস্ক্রিনসামগ্রীতে পিএ শব্দের পর যতটা + চিহ্ন দেওয়া থাকে, ততটাই বেশি সুরক্ষা দেবে।

আপনি যতটুকু পরিমাণ ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করেন, তার চেয়ে একটু বেশি সানস্ক্রিনসামগ্রী ব্যবহার করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পুরো মুখে যেন ভালোভাবে লাগানো হয়। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, বাইরে যাওয়ার অন্তত ২০-৩০ মিনিট আগে সানস্ক্রিন প্রয়োগ করুন। সানস্ক্রিন প্রয়োগের আগে ময়েশ্চারাইজার লাগান। মেকআপ করতে চাইলে প্রাইমার লাগানোর আগেই সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে নয়, একটি প্রসাধন ত্বকে মিশে যাওয়ার পর অন্যটি লাগাতে হবে।

Leave a Reply

Your email address will not be published.