Blog, Health&Beauty, লাইফস্টাইল

চুলের যত্ন কেমন হতে পারে..?

চুল কিংবা ত্বকের যত্ন নেওয়া ধৈর্য আর সময়ের বিষয়। তাই যতটা সম্ভব আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। চুল কিংবা ত্বকের যত্ন নেওয়া ধৈর্য আর সময়ের বিষয়। তাই যতটা সম্ভব আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। তাহলেই ঈদের দিন আপনার চুল থাকবে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল।

Xpel Hair Care Strawberry Shampoo (400 ml)

চুলের যত্ন কেমন হতে পারে, এই বিষয়ে রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানালেন, আবহাওয়া অনুযায়ী দৈনন্দিন রুটিন তৈরি করে নিতে পারেন। সারা দিন পানি না খাওয়ার কারণে ত্বকের সঙ্গে চুলও শুষ্ক হয়ে পড়ে। তাই ইফতারিতে শরবত রাখা জরুরি। শরবত একসঙ্গে না খেয়ে বরং ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত অল্প অল্প করে পান করুন। খাদ্যতালিকায় রসাল-জাতীয় ফল রাখুন। এ ছাড়া দৈনিক অন্তত দুটি আমলকী খাওয়ার পরামর্শ দেন তিনি।

তেল মালিশ

চুলের যত্নে তেল মালিশের গুরুত্ব অনেক। তাই শ্যাম্পু করার অন্তত ৩০ মিনিট আগে তেল গরম করে ভালোভাবে মালিশ করতে হবে। তাহলে ভেতর থেকে চুল মজবুত হবে, রুক্ষতা কমে চুল মসৃণ ও ঝলমলে দেখাবে।

Argan Smooth Miracle Hair Oil 50ml

প্রাকৃতিক চুলের প্যাক

চুলের জন্য ব্যবহার করুন প্রয়োজনীয় উপকরণ

মেথির পাউডার, টকদই,ডিম এবং অ্যালোভেরা পরিমাণমতো মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগাতে হবে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। তবে যাঁদের খুশকি আছে, তাঁরা অবশ্যই এই মিশ্রণের সঙ্গে ২ চা-চামচ লেবুর রস মিশিয়ে নেবেন। সপ্তাহে দুই দিন এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।

৩ টেবিল চামচ মধুর সঙ্গে ৫ টেবিল চামচ জলপাই তেল মিশিয়ে মাথায় ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে ৩০ মিনিট অপেক্ষা করে চুল স্বাভাবিক উপায়ে ধুয়ে নিন। যাদের চুল শুষ্ক, উপকার পাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *